সম্পত্তি সমর্পণ
পড়া শুরু করার আগেই বলে দেই যে কোনো উপন্যাস বা বিশাল প্রবন্ধ গ্রন্থ নিয়ে আলোচনায় বসব না। বরং বলতে হয় আজ আলোচনা করব অত্যন্ত ছোট একটি গল্প নিয়ে। হ্যাঁ! অত্যন্ত ছোট একটি গল্প।ওই ছোট প্রাণ,ছোট ব্যাথা ও ছোট ছোট দুঃখকথা নিয়ে যে গল্প গুলো হয় না? সেরকম একটা নিয়ে। অসাধারণ এই গল্প টি সবার আগে পড়ার সৌভাগ্য হয়েছিলো সাধনা পত্রিকার পাঠক দের। হ্যাঁ। ১২৯৮ এর কোনো এক পৌষে সাধনা পত্রিকায় প্রথম ছাপা হয়েছিলো এই গল্পটি। সেই থেকে বলা যায় সাধনার পাঠকেরা বলতে গেলে মোটামুটি সাধনাহীন ভাবেই গল্পটি পড়তে পেরেছিল। গল্পটি কবিগুরুর গল্পগুচ্ছ গ্রন্থ থেকে নেওয়া। এটাই সর্বশ্রেষ্ঠ কি না তা বলতে পারি না, কারন এখনো পড়াই শেষ হয় নি।হয়তো বা বই এর গভীরতা বাড়ার সাথে সাথে গল্পের মান ও বাড়বে। তবে গল্পটির শুরুর দিকের একটা লাইন বেশ ভাবনার খোড়াগ জুগিয়েছিলো। লাইনটি হলো, ‘কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতে ও চায় না।’ ডাহা সত্য কথা! সেই প্রাচীন নিয়মে মরিতে না চাওয়া, প্রাচীন নিয়ম মানিতে অস্বীকার করাই তো তাদের আধুনিকতার মূল ভিত্তি । কিন্তু একবার চিন্তা করুন তো কবিগুরুর কথাট...