Posts

Showing posts from July, 2021

একজন হুমায়ূন আহমেদ...... ও কয়েকটি মধ্যদুপুর!

Image
 সময়টা ২০১৭ সাল। শীতের আমেজ।তাই বলা যায় সময় টা বছরের শুরুর দিকে। পড়াশোনার তেমন চাপ নেই দিনগুলো কোনোরকমে কেটে যাচ্ছিল।কোনো অভিযোগ ছিল না, কোনো চিন্তা ও ছিল না।  সকাল ৮ টায় এসেম্বলি, সপ্তাহে ৩ দিন। রবি, মঙ্গল আর বৃহস্পতি। শুক্র, শনি বন্ধ।আর বাকী দুইদিন ক্লাসটিচারের জন্য বরাদ্দ। আমাদের বাস ছাড়তো  ৭ টা ১৫ এর দিকে। আমি ৬ টায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করে ৭ টা ৫-১০  এর দিকে বের হয়ে যেতাম। স্কুলে পৌঁছোতে ৪০ বা ৪৫ মিনিট এর মতো সময় লাগতো। এই সময় টা কিছু করার ছিল না। হয় সিটে বসে বসে যতসব উদ্ভট আর অবাস্তব জিনিস নিয়ে চিন্তা করো আর না হয় বড় ভাইয়া দের দল করে হেড-টেল খেলো। আমি ও আমার বন্ধুরা দ্বিতীয়টার প্রতিই ভেশি আগ্রহী ছিলাম। প্রায় প্রত্যেকদিন সকালে  ওই হেড-টেল খেলেই সময় টা পার করতাম।  অন্য একটি দিনের কথা।  সবকিছু আগের মতোই চলছিল। বাস ছেড়ে দিবে। আমাদের হেড-টেল খেলা শুরু করার কথা। আশফাক ভাইয়া খেলার জন্য তাগাদা দিলেন। এমন সময় সিয়াম  প্রস্তাব টা নাকচ করে দিল। বলল, ‘আমাকে বই পড়তে হবে।আমার কাছে আর সময় নেই। আজকেই শেষদিন। ’  আমি উৎসাহী হয়ে উঠলাম। বললাম, ‘কী বই? ক...

কুহেলিকা : এক প্রেমিক, এক বিপ্লবী ও এক সন্তানের গল্প

Image
  কুহেলিকা। নজরুল ইসলাম এর পাঠকনন্দিত সমকালীন এক উপন্যাস। বাঙালী পাঠক মাত্রই উপন্যাস প্রিয় হলেও বিদ্রোহী কবির কবিতা যতটা পাঠকমহলে সমাদৃত, তার উপন্যাস ততটা নয়। কুহেলিকার ভাগ্যেও একই পরিণতি ঘটেছে। সম্পূর্ণ উপন্যাসের সময়কাল মাত্র ৭ দিনের মতো হলেও কবি তার বর্ণনা গুণ দ্বারা অনেক বিস্তৃত করেছেন। যুবক কাজি নজরুল ইসলাম; চিত্রসূত্র: ঢাকা ট্রিবিউন উপন্যাসের শুরুটা হয় কোন এক মেসে। ২০-২২ জন তরুণের কোনো  এক বিষয়ে আলোচনার মাধ্যমে। আলোচনার বিষয় ‘নারী’। কবি হারুন এর কাছ থেকেই শুরু হয় নারী বিষয়ক এ আলোচনা। নারীকে তিনি ভূষিত করেন কুহেলিকা হিসেবে। একই নারী কে আমজাদ উপাধী দেন প্রহেলিকা হিসেবে। এভাবেই এগিয়ে যায় নারী। কখনো নায়িকা, কখনো দেবী। নারীর উপাধীভূষণ কার্যে বাধা হয়ে আসে গুড়ের সন্দেশ, লুচি ও চা। এ তিনের দিকেই ধাবিত হয়ে যায় উপাধিদাতা যুবকদের মন। তাই তো লেখক বলেছেন,   ‘যুবকদের কাছে নারী অপেক্ষা গুড়ের সন্দেশ ও চা ঢের প্রিয়।’ আমাদের গল্পের নায়ক জাহাঙ্গীর। জমিদারপুত্র এবং জমিদারপুত্র নয়। একজন বিপ্লবীও সে। জাহাঙ্গীর তার বিল্পবী মন্ত্রের দীক্ষা নেয় তার শিক্ষক প্রমত্ত দার কাছ থেকে। নিজের কোন এক ব...